ভাষারা আজ পড়েছে ঘুমিয়ে
শব্দরাও মিশেছে মাটিতে,
স্বপ্ন তবু ছন্দ খোঁজে
হাতরায় মাটির বুকেতে।
যে শব্দ লাগাম লাগায়
কলমে পরায় মুখোশ,
সেই শব্দই অর্থ খোঁজে
বাক্যে করে আপোষ।
শব্দের এই দড়ি টানাটানি
কাব্যে আসে নেমে,
কলমকার ছন্দ মেলায়
কাব্যের আচ্ছাদনে।
***************