চিলেকোঠার ঘরে আজও কিছু ইচ্ছে জমা আছে,
মাঝে মাঝে ক্লান্ত বিকেলের আবছা আলোয় দেখি তাকে।

অচেনা রাতের জোনাকির আলোয় জ্বলজ্বল করে,
থমকে থাকা জীবনের ভাঁজে ভাঁজে ইচ্ছেগুলো উঁকি মারে।

ধুলোর আস্তরণে চাপা অপূর্ণ ইচ্ছের সায়,
চিলেকোঠার সেপাই রয়েছে ইচ্ছের পাহারায়।

হয়তো একদিন ইচ্ছেরা উড়বে ডানা মেলে,
মুক্ত বিহঙ্গ ফিরবে আবার রাত পোহালে।
********************************