সময়ের বেড়াজালে বাঁধা পড়েছি রোজ,
কখনো ছুটেছি, কখনো হেঁটেছি অবকাশে,
বেলা বাড়ছে অফিসবাবুরা ছুটছে উর্ধ্বশ্বাসে।
ঠিক এমনই এক বর্ষামুখর দিনে,
ঘুন ধরা শহরের বুকে হঠাৎ দেখা।
কালো ধোঁয়ায় আচ্ছন্ন সমাজের গ্রাসে
রূপ হারিয়েছো অনেকদিন,
গোধূলির রক্তিম আভায় উজ্জ্বল মুখ
সকল হিংস্রতা উপেক্ষায় আসীন।
সমাজ চেয়েছে ধ্বংস করতে
করেছে উপেক্ষা বারোমাস,
তবুও তুমি মাথা তুলেছো
হয়েছো সমাজের ত্রাস।
হঠাৎ তোমায় আবার দেখে
সাহস ফিরেছে মনে,
দিন বদলের স্বপ্ন দেখছি
নব পরিচিতির সনে।
******************