ঈশান কোণে মেঘ জমেছে,
কীসের সংকেত আবহমান!
হঠাৎ আছড়ে পড়ল তটে,
ঘূর্ণির নাম 'আমফান'।

প্রবল বেগে আসলো ধেয়ে,
ধ্বংস করলো চারিদিক।
আমরা শুধুই নীরব দর্শক,
শূন্য মোরা দিগ্বিদিক।

অতিমারির মারণ খেলার,
শিকার মোরা অনেক আগে।
মন রেখেছি মনের ভিতর,
কাঁধ মিলিয়েছি কাঁধে।

মৃত্যু যখন নাড়ছে কড়া,
খিল দিয়েছি মন দরজায়।
বিপদসীমা যতই বাড়ুক,
দূর করবো মৃত্যুভয়।

**************