শহর ঢেকেছে ধোঁয়ার চাদরে
পশ্চিম কোণে অস্তমিত রবি,
গোলা বারুদের শব্দ কম্পনে
দিন বদলের অস্পষ্ট ছবি।
মানুষে মানুষে হানাহানি রোজ
মুখোশের ভীড়ে অমিল মুখ,
স্তব্ধতা নেই তবুও ব্যস্ত শহরে
মনুষ্যত্বের আজ কঠিন অসুখ।
শ্বাসের কষ্টে ক্লান্ত সমাজ
মানবতা গভীর কোমায়,
জীবনদায়ী ওষুধের খোঁজে
মুখোশ মানুষ চেনায়।
****************