মহামারী ফুরিয়ে গেলে
দেখা হবে আবার,
পৃথিবীর বুকে যখন
মারণ ভাইরাস পড়বে ঘুমিয়ে,
ক্লান্ত দিনের শেষে নিশ্চিন্তে
পাখিরা ফিরবে নীড়ে,
মৃত্যু মিছিল থামলে সেদিন
দেখা হবে আবার।
যেদিন কাপড় ঢাকা লাশ মুক্ত হবে
পরিজন কে সরিয়ে দেওয়া হবে না দূরে,
মনুষ্যত্বের দ্বারা ভালোবাসার প্রতিষেধকে
বাঁচবে মানুষ আবার,
সেদিন না হয় মিলব আমরা
দেখা হবে আবার।
এ পৃথিবীর বুকে
মানুষের দাম নেই আজ,
রাজনীতির ঘেরাটোপে তপ্ত দিন
মৃত্যু মিছিল বাড়ায় লাজ।
তাইতো বন্ধু মুখটা ঢাকো,
ভেঙে দাও সংক্রমনের সেতু,
হাতে হাত রেখে লড়ো একসাথে
শিয়রে দাঁড়িয়ে মৃত্যু।
জয়ের স্বপ্ন দেখবো আমরা
মানবো নাকো হার,
মৃত্যু মিছিল থমকে গেলে
দেখা হবে আবার।
****************