ব্যস্ত শহরের বুকে সবাই আছে নিজের মতো
আমার আমিকে খুঁজছি তাই প্রতিনিয়ত।
ব্যর্থ দিনের আবছা আলোয় আবেগ হারানো ঋণ
শিরদাঁড়ায় লেগেছে আঘাত, জীবন ছন্দহীন।
ছিন্নভিন্ন পাথরের বুকে দেবতার চলছে খোঁজ
মানুষের বেশে বহুরূপী সেজে মানুষ খুঁজছি রোজ।
মৃত মানুষের লাশে ঠোকরায় বসে শকুন
বজ্রযান বিঁধছে বুকে দাউদাউ জ্বলছে আগুন।
**************************