ছিন্নভিন্ন আজ পৃথিবীর বুক,
মাটির বুক চিরে বের হয়েছে
সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব।
ধ্বংসের অগ্নিলিলায় ছারখার,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে,
ছিনিয়ে নিয়েছে শত্রুর মুখের হাসি।
থরথর করে কাঁপছে ভুবন
মহামানবের ত্রাসে,
চমক লেগেছে আগমনে আজ
ছিন্নমূল মানুষ মুক্ত শত্রুগ্রাসে।
******************