হে রবীন্দ্রনাথ,
তব চরণতলে ঠাঁই চেয়েছি বারেবারে,
নির্ভয় চিত্তে রয়েছো সম্মুখে দাঁড়ায়ে।
জ্ঞানের ভান্ডার মুক্ত করে দিয়েছো বাহু বাড়ায়ে,
কলমে দিয়েছি শান, তোমাতে গিয়েছি হারায়ে।
হে রবীন্দ্রনাথ,
তুমিই তো মোর প্রাণের ঠাকুর, রক্তের শিহরণ,
ভালোবাসা দিয়ে বিশ্ব তোমারে করেছে আজি বরণ।
কাব্যের আচ্ছাদনে বিলায়েছো প্রেম, ভুলায়েছো জাতপাত,
প্রতিবাদের রাস্তা চিনিয়েছো তুমি, আমার রবীন্দ্রনাথ।
*******************************