নদী বয়ে যায় আপন ছন্দে,
দুলে ওঠে ঢেউ মনের আনন্দে।
শিশির ভেজা সকাল বেলা,
নদীর জলে রোদের খেলা।
পাখিরা আসে জল নিতে,
সন্ধ্যার রং ঝরে পড়ে বুকে।
তটের কাশফুল দোলে হাওয়ায়,
নদীর জলে আকাশ ভাসে।
গাঁওয়ের মেয়ে কলস কাঁখে,
হাসে নদীর নরম বাঁকে।
জেলে নাও ভাসায় ধীরে,
জাল বিছিয়ে স্বপ্ন বোনে।
ওরে সজল নদী, বলো তো কবে,
তোর মতো চলবো বয়ে?
দুঃখ, সুখের স্রোত বয়ে,
প্রাণের তৃষ্ণা মেটাবো জয়ে!