আকাশের গহীন নীলে হারিয়ে যায় সব দুঃখ,
বাতাসে মিশে থাকে কিছু তৃষ্ণার্ত মুখ।
চাঁদের আলো নেমে আসে মেঘের পালে,
যতটুকু আলো, ততটুকু কালো রাতের ভালে।
প্রত্যেক পদক্ষেপে শোনা যায় এক নতুন গান,
ধূলির বুকেও ফুটে ওঠে অমল ফুলের প্রান।
মনে মনে ভাবি, পৃথিবী কেমন এক রঙিন স্বপ্ন,
যত দূর এগোই, তত নিকটে আসে জগৎ অন্তর।