তোমাকে ভেবেই যায় বেলা,
প্রতিটি মুহূর্ত যেন তোমার নামে লেখা।
কাজের তাগিদ আসে,
সময়ের ঘড়ি কড়া ধমক দেয়,
তবু মন বাঁধা পড়ে থাকে তোমার স্মৃতির জালে।
তোমার হাসি, তোমার চোখের চাউনিতে—
এতটাই ডুবে থাকি যে চারপাশের জগৎ যেন অস্পষ্ট হয়ে যায়।
দিনের আলো ফুরিয়ে যায়,
সন্ধ্যার ছায়া নামে,
আর আমি এখনও তোমার নামেই বন্দি।
জানি, এভাবে চলতে থাকলে জীবনের অনেক কিছুই ফসকে যাবে।
তবু তুচ্ছ মনে হয় সেই ক্ষতি, যদি তোমার স্মৃতিতে হারিয়ে যাওয়া যায়।
তোমাকে ভাবা যেন আমার সমস্ত ব্যস্ততার মুক্তি,
আর সেই মুক্তিই তো জীবনের সবচেয়ে বড় আনন্দ।