পাগল;হ্যাঁ,আমি পাগল।
আমি পড়ালেখায় মাতোয়ারা;
আমি দূর আকাশের নীলতারা,
             হ্যাঁ,আমি পাগল।
আমি আকাশের ছিদ্র ভেদ করে দূরে চলে যাওয়া,
             অম্লান,অবিরুদ্ধ সেই পাগল।
আমি গভীর স্বপ্নাবিষ্টে তোমায় খুঁজে পাওয়া,
ঝল-মলে,মখ-মলে চোখ তোমার,
                      বারংবার দেখিতে চাওয়া,
                কাব্যরসিক সেই পাগল।
আমি রাস্তার পথে-ঘাটে জ্ঞান টোকাই;
তাতে কেউ যদি বলে আমায় পাগল,তাহলে বলিব,'পাগল শুধু না আমি,আমি হলাম ছাগল।'
                 হ্যাঁ,আমি পাগল।
এই বাংলাকে ভালোবাসি বলে যদি যায় যাবে প্রাণ;
                 তবুও হারাবে না সেই পাগলের গান।
বাংলাকে যে করিবে মহীয়ান,
                             আপনও পদতলে!