মায়ের কোলে,মায়ের বোলে,
বড় হয়েছি,খেলে-দুলে,
কত সখ্য,কত তামাশা,
আমাকে নিয়ে তার ভীষণ আশা,
ঝিনুক যেমন সিন্দুকিতে রপ্ত থাকে রক্ষিরতে,
আগলে রাখে মা আমায়,তার আচল জুড়ে গুপ্তকেশে।
দুঃখ যত,রাগ যত মোর,মিটাই আমি তারই সাথে,
খুল্ক বেশে,ঊল্টো পথে,সে যেন আমায় স্নেহে ডাকে।
সুহাশিনী,সুকেশিনী,কাজল ভরা,মায়ার ছড়ায়,
অশ্রুডোরে আগলে রাখে তারই বুকে।
হোচট খেলে,মন কাদে তার,
প্রার্থনা করে দু'হাত তুলে,
দুঃখ ভরা অশ্রু নিয়ে,
আবার হাসি ফোটায় আমার বোলে।
বকা যত আর যত ঝকা,
দেই আমি শুধু তারই উপর,
না বলে কিছু মিষ্টি হাসে,
করি নাকি শুধু চপড়-চপড়।
মায়ের থেকে বড় কিছু নাই,
নাই কিছু ধরণীর বুকে,
সম্মানীতা,সবার মা-ই,
থাকিবেন অমর,গুরুজনদের মাঝে।