কংক্রিটের ধুলোবালি থেকে বাচিতে,
পরের ঘরে থাকিস;
লজ্জা শরম করে না তোর,
আবার তোর মালিকের কাপড়ই কাটিস।
এবার তর রক্ষা নেই;
আঠা লাগিয়ে মারবই তোকে,
দেখব এবার কিভাবে বাচিস।
ছোটন বলে চাচা তোকে;
কখনও বলে শালা।
ভাই,বলছি এবার তোকে তোর বিচ্ছু বাহিনী নিয়ে,
এখান থেকে পালা।
আর কত কাটবি সম্পদ আমার!
কত নিবি আর সুখ!
এবার গ্রহণ করিতে হবে চটা আমার;
বুজবি কত সুখে ছিলি তুই,
এবার কতই না হবে তোর দুখ!
নিজের জীবন উৎসর্গ না দিয়ে;
তোর বিচ্ছু বাহিনীকে বল,
"এবার পাড়ি জমাই মরুপর্বতে;নাহলে খেতে হবে বিষাক্ত মুড়ি।পরে দেখব আমার দেহ হয়েছে চুরি।"
আর কত সইবি দুঃখ তুই!
এবার বলছি তুই ছেড়ে দে আমার বাড়ি!
দূর আকাশে দিয়ে আসব তোকে;
যদি যেতে না চাস;তাহলে এখনি জমা পাড়ি।