স্বপন নিশিতে নির্বাক মন,
                 জীর্ণ-শীর্ণ বটে।
অতল পরিধি,নিস্তব্ধ নিট্টাল,
                 বক্ষে আমারো রটে।
হারামে হারাম রপ্ত থাকিয়া,
                   ঘুম নাই মোর মনে,
এক্সাম আসিছে কথা ভাবিয়া,
                   হৃদয় নিঝুমের কোণে!
পড়িতে পড়িতে সারারাত্র জাগিয়া,
                  আমি গভীর স্বপনে পড়ি।
কঙ্কর আসিয়া নিক্ষেপ মনে,
                         হৃদয়গাত্রে ছুঁড়ি!
আমি শিহরিত মনে,স্বপনে ভাবিয়া,
                       একেক প্রহর গণি।
এত দিন-ক্ষণ নষ্ট করিয়া,
             এখন একেক সেকেন্ড যেন ক্ষণি!