তুমি আসবে বলে আমার বাগানের
শিমুল পলাশ উঠেছিল হেঁসে
তুমি আসবে বলে কালো মেঘ সরে
নীলে আকাশ গিয়েছিল ভেসে।
তুমি আসবে বলে আমার কবিতা গুলো
গান হয়ে ছুয়ে গেল প্রাণ
তুমি আসবে বলে বহুদিন পর
হাতে নিয়েছিলাম গীতবিতান।
তুমি আসবে বলে আমার বারান্দায়
সাজিয়ে রেখেছিলাম গরম ভাপা
তুমি আসবে বলে আমার খোঁপায়
গুজেছিলাম সুগন্ধি কনকচাঁপা।
তুমি আসবে বলে পায়ে দিয়েছিলাম নুপুর
সুর তুলে রিমঝিম
তুমি আসবে বলে আমার অবস শরীর
কেপে কেপে করছিল ঝিমঝিম।
তুমি আসবে বলে আমি সারাটা দিন
আমি তাকিয়ে ছিলাম পথের পানে
তুমি আসবে বলে আমি কান পেতে ছিলাম
তোমার কণ্ঠে আমার নামটি শুনবো কানে।
তুমি আসবে বলে এসেছো তুমি
রেখেছো তোমার কথার মূল্য
তুমি আসবে বলে থেমে গিয়েছিল ঘড়ির কাঁটা
সময় গুলো যে বড়ই অমূল্য।