যাদের ঘামের দামে
চলে সারা দেশের লোক
ওরাই বড়ো অবহেলিত
গালি দিয়ে বলি ছোট লোক।
কৃষক মাঠে ফসল না ফলালে
কেমন খেতে উদরপূর্তি করে
চেয়ে দেখো কৃষকের ঘরে অন্ন নেই
ভাতের উনন জলে না বছর ধরে।
দিন মজুরি করে যারা
লজ্জা ঢেকে রেখে
রক্ত বিন্দু দিয়ে লিখে যায়
কষ্টের ছবি এঁকে।
যাদের ঘামের দামে
উঠছে দালানকোঠা
প্রতি ইটে মিশে আছে
ওদের ঘামের ফোঁটা।
জেলে ,তাতি , কামার, কুমার
রোজ কাজ করে তোমার আমার
স্বল্প মূল্যে জীবন বিকাই
একটু বাঁচার তাগিদায়।
কল কারখানায় কাজ করে যারা
সকাল থেকে সন্ধ্যা
জীবন্ত জীবনটা ওদের
স্বল্প মূল্যে বন্ধা।
সহজলভ্য বলেই বুঝি
ওদের কোনো দাম নেই?
শুনে রেখো একটি কথা সবাই
শ্রমিক আমার বোন, শ্রমিক আমার ভাই।