আমার আকাশে কোনো চাঁদ নেই
জোছনারা বিলায় না আলো
এমন জীবন নিয়ে বলো
কেমনে থাকি ভালো?

আমার নদীতে কোনো ঢেউ নাই
জল তরঙ্গের খেলা নেই
আমার বাগানের ফোঁটা ফুলে
কোনো সুবাস নেই।

মোহমুগ্ধ  প্রজাপতি আসে না উড়ে
স্বপ্নগুলো তাই থাকে অধরা
সুখগুলো থাকে দূরে দূরে
ছুতে গেলে যায় আরো দূরে সরে।

জীবনে আমার আর কিছু চাওয়ার নেই
সব নেই এর মাঝে তুমি আছো বিশ্বাসে
গভীর ভালবাসায় অবিচল
তোমার স্মৃতির মাঝে আমার রাত দিন চলাচল।