তোমার উদাসী কোনো দিনে
আমায় তুমি ডাকতে পারো নিতে পারো সনে
কষ্ট গুলো আমার কাছে রাখতে পারো জমা
আমি টা মিশিয়ে নিবো আমার দুঃখী মনে।
হাসতে যদি না চাও তুমি
কষ্ট ভরা বুকে
চুপটি করে ইশারা দিয়ে
আমায় নিয়ো ডেকে।
এতো হাসির জোয়ার উঠাবো
তোমার দুঃখী মনে
লেপ্টে রেখো আমায় তুমি
তোমার দেহের সনে।
তোমার চোখের জলগুলো আমার চোখে ভরে
তোমায় নিবো সুখের দেশের তেপান্তরে
যত কান্না আমিই কাঁদবো
তোমার সুখের তরে।
জোছনা ভরা রাতে দুজনে যাবো ভেসে
হাজার তারা ঝিলমিলিয়ে উঠবে তখন হেসে
আমি তোমার চুলে বুলিয়ে দেবো হাত
দুচোখের পাতায় নিদ্রা নামবে এসে।
আমি বিনি সুতায় বেঁধেছি তোমায়
যাতে হারিয়ে না যাও পাছে
প্রেমে অপ্রেমে আমার কিছু ঋণ আছে
তোমার চুলের গন্ধের কাছে।