তুমি যখন জীবনে ছিলে
সকালটা হতো তারার মত ঝলমলে
চায়ের কাপে চমুক দিতে
উষ্ণ ঠোঁটে আদর খেতে।
দুপুরটা হতো বড় ব্যাস্ততায়
কাজের মাঝে হারিয়ে যেতাম কে কোথায়
সন্ধ্যা কালে আড্ডা জমতো খুব
তোমার খুনসুটিতে করতো কলরব।
একটু চোখের আড়াল হলে আমি
খুঁজে নিতে এক নিমিষে তুমি
নাম ধরে ডেকে ডেকে
জড়িয়ে নিতে তোমার বুকে।
এখন আমার অনেক সময় দীর্ঘ অবসর
দু চোখ আমার নিদ্রা হারা
আটকে আছি একলা ঘরে আজ
সেই তুমিটা ছাড়া।