যখন আমি কৈশোর পেরিয়ে
যৌবনে দিয়েছি পা
হাসতাম ঝর্নার মতো অবিরত
উড়তাম এখানে ওখানে মাততো সারা গাঁ।
হঠাৎ একদিন তোমার মুগ্ধ চোখে
দেখতে পেলাম আমার মুখ
বুকের ভিতর অজানা আনন্দ
উপভোগ করতাম সেই সুখ।
রমনা পার্কে বাদাম ছিলে
মুখে পুরে দিতে
তার বিনিময়ে কত কিছু
কৌশলে হাতরিয়ে নিতে।
সিগারেট ফুঁকে ধুয়ো যখন
ছড়িয়ে দিতে আমার মুখে
আমি হয়ে যেতাম আত্নহারা
ঐ উৎকট গন্ধের সুখে।
ঝরতো যখন অঝোর ধারায়
শ্রাবণের তুলুম বারি
এই পৃথিবীতে মহাসুখে ভিজতাম
প্রেমময় দুজন নর ও নারী।
কি দিয়েছি আর কি পেয়েছি
সেই হিসাবের খাতা আজ বন্ধ
অতীতটা আমার কাছে ঝাপসা
দুচোখ হয়ে গেছে অন্ধ।
তবুও মাঝে মাঝে মনে পড়ে অতীত স্মৃতি
হায়রে অবাধ্য মন
এই স্মৃতিগুলো ভুলতে লাগবে
আর কতো জনম সাধন।