দেশটা আমার সোনার বাংলা
সোনার মানুষ নাই
চিট বাটপারে ভরে গেছে সব
বলো কোথায় নিবো ঠাই।
কেউ বা খাচ্ছে পোলাও কোরমা
করো পেটে নেই ভাত
করো পকেট ভর্তি টাকা
করো কপালে হাত।
বড় বড় ডিগ্রী নিয়েও
ঘুরছে বেকার মানুষ
কবে ধরবে সংসারের হাল
ভাবতে ভাবতে বেহুঁশ।
কেউবা থাকে রাজ প্রাসাদে
করো যায়গা হয় না ফুটপাতে
এসব ভাবার মানুষ কোথায়?
কারো কিছু যায় আসে না তাতে।
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
ঊর্ধ্ব দাম হাঁকে
জিনিস না কিনে কেউবা তখন
অপলকে তাকিয়ে থাকে।
উচ্চবিত্ত নিন্মবিত্ত কাটাচ্ছে দিন ফাঁকে
মধ্যবিত্ত আড়ালে গিয়ে লজ্জায় মুখ ঢাকে
এসব কথা বলবো বলো
কাকে আমরা ডেকে?