সাপের বিষ দাঁত দেখে পাইনা ভয়
তোমার কথায় তার চেয়েও বেশি বিষ ঢালে
আমি নীল হয়ে যাই সেই বিষে
তুমি বুঝোনি তা এতো কালে।
ফুল না ফুটিয়ে বুকে হুল ফুটাও শুধু
কথার মাঝে নেই এতটুকু মধু
চলে যেতে চেয়েও পারি না যেতে
পিছনে কেবল তাকাই শুধু।
কষ্ট বহন না করে হৃদয়ে দহন জালো
দাউ দাউ করে আগুন জ্বালাতে তীব্র কথা ঢালো
তার পরও হিসাবের খাতায় দাবি করো
তুমি সবার চেয়ে অনেক ভালো।
মুখটা দেখে বুঝবে না কেউ মুখোশের আড়ালে কি আছে
নিস্তব্ধতা দূরে ঠেলে দেয় ডাকে না আর কাছে
অট্টহাসি ভুলে গিয়ে মিচকি হাসির ফাঁকে
কি বেদনা ছড়িয়ে রেখেছো জীবনের বাঁকে বাঁকে।