অভিমান করে কি হয়?
মনের দূরত্ব আরো বেড়ে যায়
কাছে আসতে মন চাইলে
প্রতি পদে বাঁধা পায়।
কাছে থেকে খুনসুটি
কত না মধুর লাগে
হৃদয় জোয়ারের বাঁধ ভেঙে
সুখ খোঁজার স্বাদ জাগে।
উষ্ণতা ছড়িয়ে পড়ে
ভালোবেসে দুজনার মাঝে
পরিপাটি শাড়ি ভাজ ভাঙে
খুশি মনে লাজে।
ভরে উঠে মনের মাঝে
সুখ সাগরের কলতানে
কি আনন্দ সেই বুঝে
উষ্ণ আবেগে যে জড়াতে জানে।