দিন মুজুরী করে যারা
ফেলে মাথার ঘাম
তাদের আমরা খাটাই শুধু
দেই না মানুষ বলে দাম।
কোনো দিন উনু পেটে
করতে আসে কাজ
পেটের জ্বালা চেপে রাখে
চেয়ে খেতে পায় লাজ।
সংসারেতে ছোট্ট শিশু
ক্ষুধার জ্বালায় কাঁদে
ভাবে চুলার পাশে বসে
মা বুঝি কিছু রাঁধে।
নুন পান্তাও জোটে না কপালে
কাজ পায় না যেদিন
কষ্টে চেপে বুক গুনতে থাকে
আসবে কবে সুদিন।
কষ্টে কেঁদে অন্তর আত্মা মনে মনে বলে
এমন দীনহীন বিধী কেনো বানালে?
বস্ত্রহীন স্ত্রী ও বস্ত্রহীন সন্তানের
পুড়ছে পেট ক্রমাগত অনলে।
করোনার চেয়েও ক্ষুধার ভয়
ওদের করে গ্রাস
একটু পান্তা ভাতের জন্য
নিত্য করে হাহুতাশ।