পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার ডালা নিয়া
বসন্ত আসিয়াছে দ্বারে
ফুলের রঙ্গে রঙিন করিয়া মন
বরণ করিয়া লও তারে।
বসন্তের ফুলে মুগ্ধ ভ্রমর
বলিয়া যায় গানে গানে
বসন্ত বাতাস বহিছে বাহিরে
ঘরেতে মন নাহি মানে।
যে যেই বয়সের হউক না কেন
কিছুই যায় আসে না তাতে
বসন্তের ছোয়ায় সবার হৃদয়
একই সুরে যেনো মাতে।