তোর বদলে যাওয়া রূপটি দেখতে
আসবো তোর কাছে
আমাকে দেবার মতন
সময় কি তোর আছে?

শুনতে পাই ভালোই আছিস
নতুন মানুষ পেয়ে
তোর মন পাড়াতে কুহু কুজন
যায় নাকি গান গেয়ে।

তোর কবিতার ছন্দ ছিলাম
নায়িকা ছিলাম আমি
কত কবিতা লিখতি আমায় নিয়ে
জানে শুধু অন্তর্যামী।

আজ কবিতা পাল্টে গেছে
নতুন ছন্দে চলে
তোর কবিতায় আমি নেই আর
নতুনের কথা বলে।

এভাবে যদি ভুলে গিয়ে
ভালো থাকিস তুই
আমারও আর ফিরা হবেনা
যতই ব্যাথায় নুই।

বদলে যাওয়া জীবন নিয়ে
সময় নদীর তীরে
আমিও সরে যাবো
একটু ধীরে ধীরে।