একি কান্না নাকি হাঁসি?
আছড়ে আছড়ে হয় শব্দ ঝুমঝুম।
বর্ষা-নতুনের প্রিয় জলফোঁটা।
ভালোবাসি ভালোবাসি এই অনুভূতিকে।
ভালোবাসি জলফোঁটাকে।
সুবাস সব ঘুম পাড়িয়ে মাটির গন্ধ তুলে।
এই বর্ষা!
আমি কাঁদি তার মত।
বৃষ্টি ঝরাই।
সুখ উল্লাসে! সুখ উল্লাসে!