পাত্রী যেন স্লিম না হয়,
স্লিম ফিগারের পাত্রীতে যত ভয়।
না খেয়ে খেয়ে কি জানি কি কয়,
অপুষ্টিতে ভোগে তাতেও রাজি নয় ।
পাত্রী যেন খুব মোটাও না হয়,
স্বাস্থ্যবান মাঝারি গড়নের হয়।
হলুদ ফর্সার দেখতে যেন হয়,
ধবল ফর্সার নাইবা যেন হয়।
সুকেশীতো হতেই হবে ভাই,
কেশ ছাড়া কি প্রেমের ছোঁয়া পাই।
হাসিটা যেন ভুবন জুড়ানো হয়,
জীবন জুড়ে হাসির বন্যা বয়।
ভদ্র ঘরের মেয়ে হওয়া চাই,
অভদ্রতা জাত মানেনা তাই।
মনটা একদম সোজাসাপটা হওয়া চাই,
জিলাপির প্যাঁচে ভালোবাসা পুড়ে ছাই।
সুন্দরী হওয়াটা বাধ্যতামূলক নয়,
মনটা তবে সুন্দর হওয়া চাই।
পরিবার-পরিজন সবাই যেন কয়,
লাখের মধ্যে একটা বউই এমন হয়।।