মনটা ভাই!
মনের মতোই থাকনা পড়ে।
ভরদুপুরে শুকনো রোদে
যাকনা ঝরে!
বেয়নেটের খুঁচায় খুঁচায়
যাকনা সরে।
পিঞ্জরে আর কতকাল
থাকবে মরে।
এসিড ঝরে ক্ষত হয়ে,
যাকনা ছিড়ে।
অনুভূতির দোলাচলের
শেষ হোক বা তাতে।
কি আসে যায় তাতে,
মনের অকাল মরনে।
কেউ তো আর বলবেনা কথা,
মন মরনের স্মরণে।
মনের ভাষাই বুঝেনা যখন,
মনের কি দায় বা তখন।
মনের দাম নাই বা যখন,
কি লাভ তার জীবনের তখন।
মনটা তাই পড়েই থাকুক,
আস্তাকুরে অনাদরে।
পঁচে গলে শেষ হয়ে যাক,
পড়ুকনা আর কারো নজরে।।