একটি মাত্র ইলেক্ট্রনের ঘাটতি তোমার,
আমার সেটাই আধিক্যতা।
ভাবছি তোমাকে দিয়ে দিবো সেটা-
আর দুইজনের বন্ধনে গড়বো ভালোবাসা।
বন্ধনের নামটি দাঁড়ালো তখন আয়নিক,
পানির মাঝে ডুবে গেলেও রবো যে তাই পাশাপাশি।
আর ভালোবাসা, রোমান্টিকতায় যেন -
অষ্টক পূর্ণ হয়ে সর্বোচ্চ বন্ধনডোরে স্থিতিশীল হবো।
আমাদের বন্ধনে অনুর গঠন হবে ল্যাটিস,
যার এনথালপি হবে বেশি।
আর গলনাঙ্ক সেতো অনেক দূরে,
কে আসবে তাকে গলাতে!
আমায় জড়িয়ে হবে তুমি ধন্য,
তোমায় নিয়ে হবো তাই আমি পূর্ণ।
সুখের সর্বোচ্চ নিকটবর্তী রবো আমরা তাই
একটা নির্দিষ্ট গঠনে আয়নিক বন্ধনে চিরদিন।