আমি পাবোনা পাবোনা বলেও তোমায়,
বারবার পেয়ে যাই।
ভালোবাসি না বাসি না বলেও তোমায়,
বারবার বেসে যাই।
ঐ অগোচরে অগোছালো আমি,
বারবার হারিয়ে যাই।
তোমার দেখা পেয়ে যাই বলেই,
বারবার দিশা পাই।
জীবনের এই পথটুকু কতোটা বিষাদময়,
তোমার জন্য হয়ে যায় যেন বড্ড শান্তিময়।
পানসে লাগে প্রতিটা দিন অতিষ্ঠ হয়ে যাই,
তোমার জন্যই টিকে থাকা স্বাদ-আহ্লাদে ক্লান্তিহীন।
এই পথচলার এই পথটা যদি অসীমত্ব পেত,
তাহলে না কি যেন এক ভালো লাগা হতো!
পানসে, বিষাদের জীবনটা স্বাদে-আহ্লাদের হতো,
ভালোবাসা না হলেও; প্রশান্ত চিত্তে বেঁচে থাকা হতো।