আমি চাই কোন এক শ্রাবণ হাওয়ায়,
এক ঝটকায় সব বদলে যাক।
জীবনের পরবর্তী বারোটি বসন্ত,
চোখের পলকেই কেটে যাক।
অনেক ব্যথাই ভুলে যাওয়ার
অনেক কথাই ভুল বোঝার,
ব্যথা আর কথার এই অসমতা
সময়ের স্রোতেই হারিয়ে যাক।
যে কথার মূল্য নেই, যে ব্যথার ঔষধ নেই
কি দরকার তাকে পোষে রাখার!
কি দরকার তাকে ভালোবেসে আগলে রাখার!
তারা হারিয়েই যাক সময়ের দ্রুত গতিতে।
এই বারোটি বসন্ত পেরোলেই হলো,
অনায়াসে কাটিয়ে দিতে পারবো -
পরবর্তী সহস্র বছর।
শুধু চোখের পলকেই পেরিয়ে যাক-
এই বারোটি বসন্ত।
বারোটি বসন্ত পেরিয়ে গেলেই,
চেহারাগুলো অস্পষ্ট হয়ে যাবে,
ব্যথার উপশমগুলো সয়ে যাবে,
আর কথাগুলোর তীক্ষ্ণতা বিলীন হয়ে যাবে।
এমনকি তাদের নাম পর্যন্ত ভুলে যাবো,
কোন এক সময়ের গভীর প্রনয়ও হেরে যাবে তাই।
খুব বেশি পাল্টে যাবো সময়ের ইচ্ছেতেই,
খাপ খেয়ে নিবো অনুকূল পরিবেশে নিজেকেই।
কেবলই এই বারোটি বসন্ত বারোটি মুহুর্তে কেটে যাক,
বারোটি বসন্ত কিছু না বুঝেই কেটে যাক।
যেন একটা গভীর নিদ্রা থেকে জেগেই
দেখবো -
বয়সে বারোটি বসন্তের ছাপ পড়ে আছে।
বারোটি বসন্তের পর কোন এক শ্রাবণ সন্ধ্যায়
আমি গভীর এক নিঃশ্বাস নিবো।
বারোটি বসন্তের সব ক্রিয়া-বিক্রিয়ার ফলাফল-
একত্রে ছেড়ে দিবো মুক্ত বায়ুতে।।