চাল ডালের ভিতর আবার আলুও দেওয়া হয় দেখছি!
এবার রসনার বাইরে যেতে হবে আমাকে
দেখেছি রসুনের গোড়া গুলো সব সময় এক সাথে থাকে
কিন্তু আমরা তো 'মানুষ' তাই নয় কি?
মানুষ শব্দটির সাথে আসে বোকা এবং চালাক শব্দ দুটিও
ছেলেবেলায় আমরা আমাদের যে বন্ধুটিকে
সবচেয়ে বোকা বলে জানতাম : সে একদিন
তার ছেলে বেলাতেই পুরো বোম্বাই ঘুরে
এসেছিল একা একা!
বোকা বলেই কি সে পেরেছিল?
সে যে বোকা নয় সেটা বোঝাতে গিয়ে অনেকটা সাহস দেখিয়ে ফেলত মাঝে-মঝে!
অথচ কেউ ভিতু নয় বলেই কি বোকা?
কথার মারপ্যাঁচে শব্দের অন্তর্নিহিত ভাব-
প্রকাশের মাধ্যমে সত্য এবং মিথ্যা প্রমাণ
করা যায় এই পৃথিবীর যেকোন কিছু.....
সর্বদা যে যার নিজের জায়গায় সঠিক!
আমরা জানি, দুইয়ে-দুইয়ে চার
কিন্তু মানুষ শব্দটির সাথে___ সত, অসত
শব্দদুটিও অঙ্গাঙ্গি ভাবে জড়িত
তাই আমরা চাইলেই দুয়ে দুয়ে পাঁচ, সাত,
নয়, ছয় যা খুশি করতে পারি
যেহেতু 'আমরা' বহুবচন শব্দ, তাই প্লাসে
মাইনাসে মাইনাস হয়েই যায়
নিয়তি আশকারা পেলে....
আহা! আমিও যদি প্লাস হতাম কিংবা
মাইনাস হতাম যদি আমিও
এই হাহাকার সর্বত্র।
যদিও আমরা চাইলেই সবকিছু ভোলার ভান
করে নতুন ভাবে শুরু করতে পারি হঠাৎ
কোন এক শুক্রবারে অথবা যেকোন বসন্তের
রাতে হাওয়া বদলের মত মন বদলানো যেতে পারে।
যে অংকের হিসাব মেলেনা
সে অংক ভুলে থাকা যায়
অভিনয় বাস্তবতার চেয়েও নিখুঁত হবার
সক্ষমতা রাখে কখনো-সখনো
সুতরাং অংকটা মুছে ফেলা যাক
অর্থাৎ দাগ উঠানো যেতে পারে শুধু.....
পেনসিলের নতুন খোঁচার নিচে তলানো
পুরোনো দাগের রেখা খুঁজেও পায় যদি কেউ
পড়তে পারবেনা
তখন যা খুশি একটা বুঝ দিলেই হবে!
হয় নাকি?
আসলে মানুষ শব্দটির সাথে বোঝাপড়ার ও
তো একটা সম্পর্ক আছে
তাছারা বোঝাপড়ার সাথে সম্পর্ক আছে জ্ঞানের
প্রকৃতপক্ষে জ্ঞান হলো অভিজ্ঞতা;
তাই খেয়াল রেখো : লেখা কাগজের পূর্ববর্তি রূপ কল্পনায়।
কল্পনাশক্তি জ্ঞানের বাহক
আর বই হল সর্বকালের সেরা জ্ঞানী
ব্যক্তিদের সহচর্যে থাকার প্রধান মাধ্যম
তাই পড় তোমার জ্ঞানের নামে....
বোকা চালাক যা-ই হও না কেন
তুমি যেন অন্যের লেখা কাগজ দেখলে
বুঝতে পারো মুছে ফেলা অক্ষর গুলো কি ছিল!
কেননা জীবন তো একটা-ই
আর আমাদের অভিজ্ঞতা বলে,
অধিকাংশ মানুষ জীবন ভর ভুল শোনে, ভুল
দেখে, ভুল বোঝে, ভুল শেখে, ভুল বিশ্বাস
করে ভুল জীবন-যাপন করে।