আমার ভীষণ অনুতাপ হয়,
তোমারা যারা আমার জীবনের সাথে
করেছো
নিজেদের মৃত্যু বিনিময়!
যদিও নিরুপায় আমি,
ক্ষমা চেয়ে নিয়েছি মাছেদের কাছে,
ফল ছেঁড়া সব গাছেদের কাছে,
শস্যদানা, শাক-সবজি,
পশু পাখির গলা কেটে
যদিও এখনো আমি
মৃত্যু তাড়াই.....
কিন্তু তোমারে কি বলবো?
পাকস্থলীর দোজখের মতো
যৌন-ক্ষুধার আগুন
হে নারী তুমিও কী হয়েছিলে ছাই?