সুগন্ধে মাতাল,
বিমুগ্ধ চিত্তে ফুলের কাছে যাই।
ছেঁড়ো ফুল, পেষো পায়ে!
নির্মল বাতাসে,
বিচিত্র ভাবের আবেগে নিসর্গে বসি ধ্যানে,
ঘটাও অগ্নিকান্ড প্রকৃতির বনে!
তোমার হিংসার আগুনে__
পোড়ে বন, পশু, পাখি, কীটেরা
পোড়ে প্রণয়ি পতঙ্গের মন।
নক্ষত্রের রাত। মহাকাশ সমুদ্র।
শরতের আকাশে আজস্র দিপালি ভাসে।
কোথাও প্রাণ হয়ে জন্মাতে__
দু-একটি তারা আজও পড়ছে খসে।
হয়তো বা কোন এক দূর নক্ষত্রিক উর্জা হয়ে
আমিও যাবো মিশে : বৈকালীন মৃদুল বাতাসে
মাটি, জল, অগ্নি আর ঘাসে।
শুধু শুধু বিস্মিত এই চোখে
বিদ্বেষের কালো মেঘ ছড়াও কেন!
তুমি কার কাছে শিখেছো এমন করেই ভালবাসে?