হাপিয়ে উঠেছো!
এমন তো হয়েছে বহু বার.....
অনেক গ্রীষ্ম, বর্ষা, শরৎ.... এবং বিষাদিনী, অজান্তেই ফল্গুধারায় ভাসবে তুমি।
যে কাশফুল ছুঁয়ে দিয়েছিলে
অথবা হেমন্তে ঝড়া পত্র নিয়ে খেলেছো,
সেই মতো এই বার বসন্তেও ফুলেরা তোমার পানে চেয়ে হাসবে।
আজ তুমি চলে গেলে, চাঁদ
তোমারি মতো কোন বিষাদিনীর মুখে স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়ে তাকিয়ে থাকবে সারা রাত।
কেন তুমি চলে যাবে?
কদম্ব, বেলি, রজনীগন্ধা সবাই তো তাদের
নওজৌলুস নিয়ে ফিরে আসবে বলেছে,
তবে কেন ভোর হবে, শেফালি?
যে ফুল ঝড়ে গ্যাছে তার কথা ভেবে
যতো অশ্রু ঝড়িয়েছো, তাই তার সার্থকতা।
ভালো যাকে বেসেছিলে সে তো তোমাতেই বেঁচে আছে।
দেখো রাতের বুকে জেগে আছে চাঁদ, তারে জাগাতে,
নদীর বুকে লুলিত ঢেউ শান্ত হতে দেবে না নদীটিরে,
তোমার বুকে কম্পিত স্মৃতি, আনন্দ বেদনার পালাবদলের খেলা
পানসে হতে দেবেনা তোমারে।
তবে কেন ভোর হবে, শেফালি?
নয়নাভিরাম যেই ফুল ফুটে ছিলো,
একদিন যার ব্যথা বুঝেছিলে
তার মতো ফোটে নাকি আজ?
যার ব্যথায় ব্যথিত হয়েছো,
তার স্মৃতি বুকে নিয়ে মরে যেতে চাও?
সেতো চলে গেছে তার সব কষ্ট তোমাকে উজার করে দিয়ে। ফুল ঝড়ে গেছে, তুমি থাকো বেঁচে সুবাস টুকু নিয়ে।