জীবন- বোধ এতো বাজে অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি। বুকের ভিতর ছিলে পরমেশ্বর ইষ্টদেবতা,
কেন বেরোলে গরুড়াসন ছেড়ে?
অদেখা উল্টা পিঠের নগ্নরূপ দেখালে!
তোমাকে দূষিত করেছে ক্ষমতা।
আমার সন্মুখে নগ্ন হয় এই পতিতালয়ের যে কোন বেশ্যা, আমার দৃষ্টিতে হয়না তো ধৃষ্টা। সে যেন এই শাড়ি পরা সমাজেরই মুর্তি। তাঁর শাড়ি ব্লাউজ পেটি একটি লম্পন প্রেমিকের প্রতারনা, অভরন। সে যখন এই সব খোলে, শুয়োরের দাঁতের দাগ ঘেন্না লাগে।
যেন তার কোন এক বিকেলে থাকার কথা ছিলো ম্যারেজ রেজিষ্ট্রি অফিসে। নিয়তির দোষে পরেছে এসে এই ভাগাড়ে!