এখনো রঙিন দিন এলে মনে পড়ে ফাগুন
            যৌবনে অকারনের আগুন
         তুলে দিয়েছি অ-প্রেমের হাতে!
                মধ্য বয়স্কা নারী,
         কেন যে ছেলে-খেলা করেছিলে
              মনে করার চেষ্টা করি।
         এখনো আমি মরতে-মরতে বাঁচি
          এখনো তুমি বেঁচে থেকেও মৃত
           অন্যথা টিন-এস কোন স্মৃতি  
               প্রথম যৌবনের নারী,
                  ফেব্রুয়ারি, মার্চ,
                      ডিসেম্বর;
               যে কোন রেলি-অনুষ্ঠান;
            কোলাহল-ভিড়ে যার মুখ খুঁজি
                   ব্রথেলে চোখ বুজি,
    করি কল্পনা যাকে :  চিত্রিণীর নগ্ন ভাস্কর্যের
    নিচে দাড়িয়ে__যে-কোন নির্জন উত্তেজনায়
          হাসি তার নূপুরের ছন্দে বাজে।
         আমি যার সাথেই উঠি, বসি, শুই...
          ছায়ার মতো মিশে থাকো তুমি।