এই পথ মুখরিত জন-জীবনে____
দুই ধারে তরু সারিসারি
ঘনশীতল ছায়া দানকারী
আমরা হেথায় বসি বন্ধুরা মিলে
যেখানে যান্ত্রিকতার বিরামহীন পায়চারি।
যখন সারা দেশ ছাত্রজীবন থেকে কর্মজীবন
উদ্বীপ্ত ব্যস্ততায়
তখন আমরা ক'জন মিলে
সময়টাকে জলে ফেলে-ফেলে
মেতে উঠি বেকার আড্ডায়।
দুই ধারে তরু সারি-সারি
ঘনশীতল ছায়া দানকারী
এক পাশে চায়ের দোকান,
অন্য পাশে কচুরিপানা ভরা বিলের ওপারে
ছোট মেঠো-পথটি যেন আল্ কেটে চলে গেছে
দূর অজানা।
এমন পরিবেশে চিরকাল মিলে-মিশে
আমরা এই দল থেকে যাই
সারা দিন ঘোরা-ফেরা
চায়ের দোকানে আড্ডা মারা
এছারা আমাদের আর কিছু কাজ নাই।
পথচারী ছেলে-পুলে কেউ বড় ভাই বলে
কেউ বলে বন্ধু,
কারো কারো কাছে মোরা চালচুলোহীন ছন্নছারা।
চায়ের দোকান
সে তো পার্টি ক্লাব মোরে-মোরে
চা খোর আলস ক্রেতা,
এখানে সবাই নেতা,
রাজনীতির উপর যেন
এসেছে পি.এইচ.ডি করে :
পানে গাল করে লাল পিক ফেলে-ফেলে
রাজ-পথ রাঙ্গায় ওরা নোংরার দলে,
যতটুকু বিদ্যা আছে তাই জড়ো করে
যে যার ইচ্ছে মত বক্তৃতা ঝাড়ে।
কখনো বা তর্কটা খেলা নিয়ে চলে
চাচার দাবার চালে ভুল হয়ে গেলে।
আমরা আছি ভাই সকল দলে
বেকার মাথা-মোটা রাস্তার ছেলে
এই উঠি এই বসি এই করি ফাঁন,
এই কাঁদি এই হাসি এই গাই গান।
এরে বকি ওরে মারি, কারো বা কলার ধরি
ফাঁপরে সময় করি পার।
এই সেই করে করে কেউ বা নেতা হবে
কেউ সুজোগ পাবে চাকরি করার,
কেউ নেবে প্রশাসনে গুরুদায়িত্ব ভার
কেউ বিদেশ যাবে প্রকল্প নিয়ে
দেশের মুখ উজ্জল করার।
সময়ের হাত-ছাড়া আমাদের নিজস্ব ধরা
স্থবির অদ্ভুত মাদকাসক্তিরন্যায়
কালের স্রোতজলে ভেসে-ভেসে চলে-চলে
বিরতির পর্ব এ যেন বিষাক্ত বেদনাময়।
আমরা চঞ্চল হব কর্ম ব্যস্ততা পাব
চিরকাল রবোনা এমন আবদ্ধ স্থবিরতায়
জীবিকার তারণা ওই যে ধাওয়ায়
ওই দেখ পিছু পানে নোঙ্গোর ফেলার টানে
ক্লান্ত নবীন নেয়ে ব্যস্ত দাড় বাওয়ায়।