এই ঘন অন্ধকারে যা কিছু হলো আজ
তা সকল আধারেই ঢেকে থাক।
না দেখুক আলোর মুখ
এই সব কলংকিত সুখ,
বাহিরের জগতে
তুমি আমি যা ছিলাম ঠিক তাই,
তোমাতে আমাতে কোন চেনা জানা নাই।
এই তৃপ্তি
এই দিপ্তিটুকু শুধু থাক
জ্বলে থাক আড়ালে,
গোপনে গোপন কথা মরে যাক
তোমার কথা
আমার কথা
এই দুজনের এত যে অস্থিরতা,
ক্ষতি নেই দু-জন, দু-জনরে হারালে.....
সব কিছু ঢেকে যাবে আড়ালে।
তোমার ক্ষত ঢেকে চলবে পথে
তুমি একা।
অনন্তকাল ধরে এমনি তো আসছে হয়ে___
এই সব বৈধ অবৈধের খেলা :
প্রভাবশালী স্বেচ্ছাচারিতার আইনি সনদ বৈধতা,
যা আমরা পাবো না কোন দিন-ই......
তুমি লোক হাসাবে না আমি জানি।
বিশ্বাস করো হে প্রিয়,
আমরা নই অবৈধ
আমাদের আকাঙ্খা অনাদি
শুধু ভুল সময়ে জন্ম আমাদের ভুল স্থানে
এখানে বড়ই বিদঘুটে লোকেদের
কানাকানি___
তুমি লোক হাসাবে না আমি জানি।
সময়ের চাপে পরে হয়তো বা
একদিন ভুলে যাবো আমিও
ভুলে যাবো
তোমার মলিন মুখ খানি।
এই ক্ষত জেগে রবে মনে
এ ব্যাথা লাগবে নিরজনে
ফাল্গুনে-দক্ষিন সমীরনে,
ব্যথিতো ফুলের তাজা প্রাণে,
তবু মিলবোনা দুজনে!
দিন-রাত্রীর এই ব্যাবধান,
এই ভালোলাগা অকারণ,
তোমার আমার রক্ত-মাংশ আর অবিনশ্বর প্রাণ__ চিরন্তন গায়, শান্তি, আনন্দ আর শস্তির জয়-গান।
সমাজের চোখে দেখা ভুল
তোমার আমার করুন মৃত্যু দিতে পারে এই অন্ধ সমাজের চোখে অঙ্গুল,
কি লাভ বলো তা করে?
শত সাধনায় ফের ফিরে পাবে কি জীবন?
সব কিছু ঠিক হয়ে যাবে না তো আগের মতন।
তার চেয়ে সেই ভালো, 'হে বন্ধু বিদায়!'
আমাদের প্রেম হোক শেষের কবিতা।
এই ঘন অন্ধকারে যাকিছু হলো আজ
তা সকল আধারেই ঢেকে থাক।