সত্তাজুড়ে আঁধারে রাত্রি,
অলিগলি ভ্রমণকারী দুখ;
এবার নাহয় অন্তিম প্রণয়,
স্লিপিং পিল চোখের পাতা ছুঁক!
দরজায় আমার খিল দেওয়া রোজ,
শতাব্দীর নির্লজ্জ দুঃখের ঠুক ঠুক;
কৃত্রিম আলোয় হৃদযন্ত্রটার,
অনবরত ক্লান্ত ধুকপুক।
সময় অসময়ে বৃষ্টির চিঠি,
সিলিং ফ্যানটার ঘূর্ণন গতি,
সকাল সন্ধ্যে ফুটো বেলুনে ফুক;
রাত চোরা পাখিটার নাকি দিনেতে অসুখ!
আঁধারে লেখে সে দিনের গল্প,
রাগ-অভিমান প্রেম-প্রবিধান মিশ্র প্রকল্প;
মাথা, মুণ্ডু, জানিনে স্বরের হরেক অভিনয়
অন্তরে খেলে নিরাকার সাহস
সুপ্ত কথায় অসীম সম ভয়!
রাত চোরা পাখিটা অন্য পাখির মত নয়,
আমার পাখিটা অন্য পাখির মত নয়।।