তোকে একটু ধার দিবি তুই?
আকাশ রাজি ক্যানভাস হতে,
প্রকৃতি দেবে রং তুলি সব-
নদীর কাছে জল চেয়েছি।
দেখবি এবার অকর্মার কাজ-
জল রঙেতে কবিতার ছবি!
তোর অতলে কবিতার রূপ,
রং ক্যানভাস মনে মন ছুঁক;
তুই মন রং তুই সৃষ্টি-
একের ভেতর দুই!
তোকে একটু ধার দিবি তুই?
দেখবি এবার সুউচ্চ পাহাড়-
সখা কুয়াশার বলবে কানে কানে,
জানে জানে অকর্মা হাসতে জানে;
দেখবি না হয় খরায় পোড়া মাটি ভাসে,
চক্ষু চেরা নয়ন বানে, বলবে সেও-
জানে জানে অকর্মা কাঁদতে জানে!
শেষে দেখবি নিশ্চুপ পৃথিবী নেই আর নিশ্চুপ-
যেদিন আমার ঘর পোড়াবে সুগন্ধি কোন ধূপ,
পাবি না আর আমায় খুঁজে, যদিও খুঁজবি খুব!
হয়তো সেদিনই পৃথিবীর স্বর পৌছবে তোর কানে-
জানে জানে অকর্মা ভালবাসতে জানে!