কেউ জানেনা শুধু আমিই জানি
কেন আমি এমন হলাম,
কেন স্বপ্ন আমার হৃদয় ভোলায় না,
কেন তন্দ্রা আমার আঁখি স্পর্শ করে না,
কেন হৃদয় আমার দুঃখের চারণভূমি
কেউ জানেনা শুধু আমিই জানি।

তোমাকে বলছি,
সেই তুমি, যার মাঝে খুঁজে পেয়েছিলাম অগ্নিবীণার সুর
সেই তুমি,
যে আমায় শুনিয়েছিলে বর্ষার কাব্য,
মাটি, পাহাড়, আকাশ, মেঘের গল্প
সেই তুমি যার জন্য জীবন আমার তপ্ত মরুভূমি!
কেউ জানেনা শুধু আমিই জানি।

জানো,
কেন আমি বৃষ্টির রিমঝিম শব্দ হৃদয় মন্দিরে প্রবেশ করতে দেয়নি
যে বৃষ্টি মেঘ চিরে পৃথিবীর বুকে বিচরণ করলে তার শীতল ছোঁয়া পেতে উচ্ছ্বাসিত হয় সকল মানব মানবীর মন
সেই বৃষ্টির কাছে আমার মন পৌঁছেনি
কেন জানো,
পাছে বৃষ্টিকে তোমার থেকে বেশি ভালোবেসে ফেলি
তবু তুমি হারিয়ে গেছ ওগো কল্প কল্যাণী!
কেউ জানেনা শুধু আমিই জানি।
জানো,
কেন আমি তন্দ্রার সুখকর স্পর্শে হৃদয় এলিয়ে দেয়নি,
পাছে তন্দ্রার ঘোরে তোমার ভাবনাগুলো বিলীন হয়ে যায়।
কেন আমি স্বপ্নের জাদুঘরে পা বাড়ায়নি,
পাছে তার বিচরণ তোমার থেকে বেশি হয়।
বড় বেশি ভালোবাসতাম ওগো অভিমানী!  
কেউ জানেনা শুধু আমিই জানি।

তুমি বলেছিলে যদি কখনও আমায় হারিয়ে ফেল
ঔ চাঁদে খুঁজো দেখবে আমায় পাবে।
রোজ আমি ঔ আকাশ প্রদীপে তোমায় খুঁজি
ক্লান্তিতে চাঁদের আয়না আকাশে ভাসেনা।  
কিন্তু আমার ক্লান্তি হয়না কেন বলতে পার
কারণ আজো তোমায় ভালোবাসি ওগো হৃদয়-রানী!
কেউ জানেনা শুধু আমিই জানি।