ময়ন্তী ইডিয়েটগুলোই প্রেমিক,
বদমাশগুলোই ভালোবাসার অনন্য প্রহরী;
ওরা কালের বিবর্তনে,
অসীম নীলের অর্জনে,
নিভিয়ে ফেলে সল্প মূল্যের জীবন প্রদীপ;
ওরাই টিকিয়ে রাখে অভিধানে,
ছোট্ট শব্দ ভালোবাসা।
ময়ন্তী ফাজিলগুলো কষ্ট বিলাসী,
ওরা ভালোবেসে প্রসার করে কল্প সাগর,
স্বপ্ন মাঝে অাঙুল ছুঁয়ে একটু হাটে;
তাইতো তোর বিচরণে আজও স্থায়ীত্ব কাব্যপটে,
ওরা নিজের রঙে তোদের সাজায়;
ইতিহাস হয় তোর হাসিটা নাম মূল্যের ক্যানভাসটাতে,
জন্মে চিত্রকর, কবি সরোবর।
ময়ন্তী বাদরগুলো তোর ও পথের পথিক,
তোদের পথের রৌদ্র-খড়া, অগ্নিধারা, ঝড় বৃষ্টি
ওরা যোদ্ধা ওরা একলা লড়ে,
ওরা ভাবেনা সাদা পোশাকটার কথা,
ওরা স্বইচ্ছায় মাখায় কাদা, সর্বাঙ্গে ব্যাথা ভরে
ওরা নিজো পায়ে বিধিয়ে কাটা,
মুক্ত করে তোদের ও পথ;
ওরা বড্ড পাগল, ওদের রুক্ষ চুলে ধুলোর বাসা।
ওরা চাইনি কিছুই, চায়না কিছুই-
কেবল তোর ও ঠোটের কোনে-
এক চিলতে হাসির দেখা পেলে,
ওরা কেবলি দিতে শিখেছে,
তাই হয়তো যোগ বিয়োগ ভাগ-
সবেতে ওদের শূণ্য মেলে!