ঘরের ছাদটার নিচেও প্রায়শ বৃষ্টি হয় ময়ন্তী!
হয়তো রাতের আঁধারে নিভৃতে একাকিত্বে,
হয়তো অলস কোন দুপুরে আর এক আমিকে সঙ্গ দিতে গিয়ে,
হয়তো কোন স্বপ্নের ডাকে আকসাৎ ঘুমভাঙ্গা কোন প্রভাতে,
ঘরের ছাদটার নিচেও প্রায়শ বৃষ্টি হয়।
বেদনার আকাশে মেঘ জমে,
কষ্টের তাপে তা দগ্ধ হয়-
নিংড়িয়ে পরে ফোটা ফোটা জল,
শব্দ নেই তো তাই কেউ দেখেনা-
কেউ দেখেনি কোন দিন;
ঘরের ছাদটার নিচেও প্রায়শ বৃষ্টি হয় ময়ন্তী!
ঘরের ছাদটার নিচে প্রায়শ বৃষ্টি হয়।