শীতের মাঝে নিঝুম রাতে,
রাজপ্রাসাদে নয়, এক দারিদ্র্য ঘরে।
সেই ছোট্ট মহান রাজা জন্মা নিলে ছোট্ট গোয়ালঘরে,
যার আগমনে আলোকিত হলো ধরা এ বসুন্ধরে।
খবর পেয়ে তিন পণ্ডিত ছুটে এল দূর প্রান্তর থেকে,
মোহর রাজার দর্শনে হৃদয় হলো আলোতে মাখা।
হায়! যদি আমিও হতাম সেই মহাজ্ঞানের দলে,
ধন্য হতাম আমি, ধন্য এই জীবনফলে।
তারই এই প্রতিফলে এখন, শীতের রাতে শুধু আকাশে নয়,
তারার মতো আলো জ্বলে প্রতিটি হৃদয়ে।
তুষারের ঢালে ঢেকে যায় পুরো পাড়া,
ঝলমলে আলোয় আমাদের প্রতিটি ঘরখানা।
প্রত্যেক ঘরে সাজে একেকটি ঘোষালঘর,
আনন্দে ভরে ওঠে যেন সারা অন্তর।
বহুদিনের এই উৎসবের পুণ্য ক্ষণে,
পৃথিবী মেতে ওঠে পিঠা-পায়েসের ঘ্রাণে।
দিক-দিক থেকে ঢাক ঢোলের তালে জমে ওঠে কীর্তনের সুর,
মহান এই দিনে সবাই বলে, ‘মেরি ক্রিসমাস’ সাথে হৃদয় ভরপুর।
এই সব আনন্দঘন মুহূর্ত ধরে রাখি ক্যামেরার স্মৃতিসূত্রে।
সবার মুখে হাসি, হৃদয়ে শান্তি,
এই দিন বয়ে আনে অমৃত ভ্রাতৃত্বের গাথা।
বড়দিনের আলোয় ভরে উঠে পুরো বিশ্ব,
ভালোবাসা ছড়ায় আকাশ থেকে পৃথিবী তৃষ্ণ।