সময় থেমে থাকে না, বয়ে চলে আপন পথে,
নদীর স্রোতের মতো কোথায় সে গিয়ে মিশে।
টাকা যদি যায়, তাহলে হাজারও আসবে ফিরে,
কিন্তু সময় যদি যায়, তাহলে আসবে না আর হাজারো মানুষের ভিড়ে।
সময়কে যত্ন করো, সে তো সোনার চেয়েও মূল্যবান,
নষ্ট করো না এই সময়, না হলে শেষে বলবে, কতই না অবুঝ ছিলাম।
ফিরবে না আর সময়, সে তো পিছনে না চায়,
আজকের মুহূর্ত হারালে, কাল যে তা আর নাই।
আজ হয়তো তুমি বুঝতে পারছ না সময়ের মূল্য,
কিন্তু একদিন বলবে, অবহেলা না করলে হয়তো জীবন অন্য রকম হতো।
ঘড়ির কাঁটার টিক টিক চলে নদীর ঢেউয়ের মতো,
আমরা ভেবে নেই, সময় তো ফুরাবে না কখনো।
কিন্তু একদিন তুমি বুঝবে, কী বিশাল ভুল করেছি,
সময়কে তুচ্ছ করে হারিয়েছি অমূল্য স্বর্ণের খনি......
তখনই মনে পড়বে সেই অমর উক্তি "টাইম ইজ মানি"....