পৃথিবীর মাঝে মধুরতম ভাষা
আমার প্রাণের বাংলা ভাষা
লাখ শহিদের রক্তের বিনিময়ে
পেয়েছি একে
বাংলায় হায়ি, বাংলায় কাদি
আবার বাংলায় শুনি গান
এই মধুর ভাষায় মধুর স্মৃতি
বাংলায় আমার প্রাণ
মাঝে মাঝে ভাবি, যদি না দিত
শহীদরা তাদের প্রাণ
তবে কি পেতাম মাতৃভাষার এই গৌরবম স্থান
তারা দিলো তাদের প্রাণ
ভাষার জন্য বলিদান
তাইতো আজ দেশজুরে বাজে
একুষের গান
রক্ত দিয়ে কিনেছি এই ভাষার অধিকার
প্রিয় বাংলা তুমি আমার গর্ব, আমার অহংকার